প্রকাশিত: 21/10/2019
কলেজ ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার
যশোর শহরের মো. সোহানুর রহমান (২০) নামের এক কলেজছাত্রের রক্তাক্ত লাশ পাওয়া যায় । যশোর শহরের মোল্লাপাড়া লিচুতলা এলাকার ভৈরব নদীর তীর থেকে আজ সোমবার সকালে সোহাগের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত সোহানুর যশোর শহরের বারান্দিপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে । তিনি যশোর সদর উপজেলার হামিদপুর আল হেরা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ।
পুলিশ ও এলাকা বাসি বলেন , আজ সোমবার সকালে ভৈরব নদীর তীরে ঘাস কাটতে যেয়ে এক মহিলা খেতের মধ্যে একটি লাশ দেখতে পাই । সাথে সাথে পুলিশকে খবর দেয় । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় । এবং ওখান থেকে জানা গেছে , লাশের বুকে ও পেটে ধারালো অস্ত্রের জখম আছে ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মো. মনিরুজ্জামান বলেন , তারা ধারনা করছে রোববার রাতে খুনিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে । হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।