প্রকাশিত: 23/10/2019
ঘের থেকে তরুণের লাশ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ বুধবার সকাল ৯ টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নগরঘাটার সমনডাঙ্গার একটি মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়েছে ।
তরুণের নাম , মো. ইমরান হেসেন (১৭) । সে যশোরের কেশবপুর উজেলার সরাফপুর গ্রামের রেজাউল ইসলাম গাজীর ছেলে । ইমরানের পিতা রেজাউল ইসলাম গাজী বলেন , ইমরানকে গত সোমবার থেকে পাওয়া যাচ্ছে না । আর আজ সকালে জানতে পারে পাটকেলঘাটা থানার - পুলিশ একটি লাশের সংবাদ পেয়েছেন । সেই সংবাদের ভিত্তিতে তিনি থানায় যান , আর যেয়ে দেখে লাশটি তার ছেলের লাশ । নিহত ইমরানের পিতা জানান , ইমরান বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন ।
পাটকেলঘাটার থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। মরদেহটি পচে গেছে। কেশবপুর উপজেলার সরাফপুর থেকে রেজাউল ইসলাম গাজী নামের একজন মরদেহটি তাঁর ছেলে ইমরান হোসেন বলে শনাক্ত করেছেন। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।