বেনাপোল সীমান্তে সোনার বার সহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল সীমান্তে সোনার বার সহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১৭০গ্রাম ওজনের১০টি সোনার বার সহ গোপাল সরকার নামে এক ভারতীয় নাগরিক কে আটক করছে বিজিবি।

আজ বৃহস্পতিবার দৌলতপুর গ্রামের  মাঠের মধ্যে সীমান্ত পিলার এর কাছ থেকে ২১বিজিবি’র বর্ডারগাড সদস্যরা তাকে আটক করে।আটককৃত গোপাল সরকার ভারতের উত্তর২৪বরগনা জেলার, বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত.শিবু সরকারের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে সোনার বার সহ আটক করা হয়।আটককৃত আসামী কে সোনার বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 

আরও পড়ুন

×