আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

প্রকাশিত: 24/11/2020

নিজস্ব প্রতিবেদন :

আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) কারণে এ বছরে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কোভিড-১৯ সংক্রমণ এড়াতে ক্রিকেটারদের নিয়ে ছোট পরিসরে টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার দুপুরে ১টায় খেলা শুরু হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর একদিন করে বিরতি। তাছাড়াও ফাইনাল ম্যাচের আগে দুই দিন ছুটি পাবেন ক্রিকেটাররা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি ঠিক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাগুলো টিভিতে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও টি স্পোর্টস।

আরও পড়ুন

×