আর শিখতে চাই না : মুমিনুল

প্রকাশিত: 14/03/2021

নিজস্ব প্রতিবেদন :

আর শিখতে চাই না : মুমিনুল

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ২০ বছর ধরে টেস্ট খেললেও কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। 

টেস্ট অধিনায়ক মমিনুল হক বলেন, গোল বলের খেলায় শেখার শেষ নেই। আর শিখতে চান না, এবার টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মুমিনুল হক এসব কথা জানান।

সাক্ষাৎকারে মুমিনুল বলেন, আমি আর শিখতে চাই না। আমরা গত ২০ বছর ধরে শিখছি। এখন যদি শিখতেই থাকি তাহলে আমাদের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই শেখার পুরো প্রক্রিয়াটাই মূল্যহীন, যদি আপনি জিততে না পারেন।

মমিনুল হক আরও বলেন, আমাদেরকে দ্রুত শিখে তার অনুশীলন মাঠেই করে দেখাতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।  কারণ আমরা যদি আমাদের র‌্যাংকিং বাড়াতে না পারি তাহলে এই শেখা কিংবা অভিজ্ঞতার কোনো দাম নেই।  আমি স্পষ্ট করেই বলতে চাই, আমাদের এখন টেস্ট ক্রিকেট শেখার চেয়ে জেতাটা মূখ্য।

আরও পড়ুন

×