কোভিড-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাতিল

প্রকাশিত: 27/12/2020

নিজস্ব প্রতিবেদন :

কোভিড-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাতিল

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের দুটি বিশ্বকাপ (অনূর্ধ্ব-২০ ও অনুর্ধ্ব-১৭) বাতিল ঘোষণা দিয়েছে ফিফা। কোভিড-১৯ প্রকোপ না থামলে ইন্দোনেশিয়ায় বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভবনা।

গত বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই ঘোষণা দেন। ফিফা জানিয়েছে, করোনার কারণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখন চলছে।  পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এমন বড় কোন টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। 

ফিফা আরও জানিয়েছেন, ২০২১ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি বাতিল করা হলেও ২০২৩ সালে এই দুটি টুর্নামেন্ট নির্ধারিত ভেন্যুতে সফলভাবে আয়োজন করার হবে বলে পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।  

আরও পড়ুন

×