লংকানদের অবৈধ সুবিধা দিচ্ছেন স্বদেশি আম্পায়ার !

প্রকাশিত: 02/05/2021

নিজস্ব প্রতিবেদন :

লংকানদের অবৈধ সুবিধা দিচ্ছেন স্বদেশি আম্পায়ার !

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলংকাকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির আম্পায়ার কুমার ধর্মসেনার বিরুদ্ধে। ক্যান্ডিতে সিরিজের দুই টেস্টেই একাধিক উপায়ে স্বদেশি লংকানদের অবৈধ সুবিধা দিয়েই যাচ্ছেন ধর্মসেনা।

ধর্মসেনাকে দেখা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনে লংকান স্পিনারদের পরামর্শ দিচ্ছেন। উইকেটের আচরণ নিয়ে কথা বলছেন। প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে, লড়াইয়ের আগে ম্যাচের আম্পায়ার কীভাবে মাঠে থাকেন? 

শুধু তাই নয়, টেস্ট ম্যাচ চলাকালীনও লংকানদের সুবিধা করে দিয়েছেন ধর্মসেনা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংসে লংকান বোলারদের নতুন বল ব্যবহারের নীতিবিরুদ্ধ সুবিধা করে দিয়েছেন তিনি। ক্রিকেটের নিয়মের ধার ধারেননি ধর্মসেনা।

এদিন তামিম ইকবালের মারমুখী ব্যাটিংয়ে বলের আকৃতি কিছুটা পরিবর্তন হয়ে যায়, তাই বল পরিবর্তনের প্রয়োজন হয়।

এ ক্ষেত্রে নিয়ম হলো, আকৃতি পরিবর্তনের কারণে যে বলকে বদলাতে হবে, সেই বলের মতোই ব্যবহৃত হতে হবে পরিবর্তিত বলকে। ক্যামেরায় দেখা গেছে, ধর্মসেনা নতুন একটি বল বেছে নিয়ে তা তুলে দেন লংকান পেসারদের হাতে। তা দেখে রীতিমতো অবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও।

আরও পড়ুন

×