টি-টোয়েন্টিতে ৫ হাজার রান করে সাকিবের নতুন রেকর্ড

টি-টোয়েন্টিতে ৫ হাজার রান করে সাকিবের নতুন রেকর্ড

সাকিব আল হাসান দীর্ঘ বিরতির পর মাঠে নেমেছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে যদিও নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। তবে এরই মধ্যে নতুন রেকর্ডে উঠে এসেছে তাঁর নাম। বিশ্বের সেরা এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে  ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন।

আজ শনিবার (২৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তিনি জেমকন খুলনার হয়ে এই রেকর্ডটি করলেন। এনামুল হকের সাথে ম্যাচটি শুরু করেন সাকিব। এনামুল ১৩ রান করে ড্রেসিংরুমে চলে যায়। এরপরে ইমরুল কায়েসের সাথে জুটি বেঁধে সে এগিয়ে যায়।

ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে ফাইনলেগে পাঠিয়ে সাকিব কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছেন। তবে এই রেকর্ডের পরে বেশি সময় উইকেটে দাঁড়াতে পারেননি তিনি। পরের ওভারেই নাহিদুল বলটি ধরে ড্রেসিংরুমে পাঠিয়ে দেয় সাকিবকে। 

এর আগে তামিম ইকবাল প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন। টি-টোয়েন্টিতে তামিম বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫,০৮৪ রান করেছেন। তারপরে সাকিব হলেন 
দ্বিতীয় এবং তাঁর রান পাঁচ হাজার।

 

আরও পড়ুন

×