মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

প্রকাশিত: 03/05/2021

নিজস্ব প্রতিবেদন :

মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

 স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে গতকাল রোববার রাতে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লিগ জয়ের আশা এখনও বাঁচিয়ে রাখল বার্সা।

এই জয়ে বার্সা অধিনায়ক লিওনেল মেসির অবদানই সবচেয়ে বেশি।  দারুণ ছন্দ দেখা গেছে মেসির পায়ে। ৩ গোলের মধ্যে জোড়া গোল তারই।  অন্য গোলটি এসেছে বার্সার মিডফিল্ডার আতোয়াঁ গ্রিজম্যানের পা থেকে।

নিজেদের ঘরের মাঠে লিড নিয়েছিল ভ্যালেন্সিয়া। ৫০ মিনিটের সময় ম্যাচের প্রথম গোলটি করেন ভ্যালেন্সিয়ার গ্যাব্রিয়েল পাউলিস্তা।

এর ৬ মিনিট পর সমতায় ফিরতে পারত বার্সা। কিন্তু পেনাল্টি মিস করে হতাশা বাড়িয়েছিলেন খোদ অধিনায়ক মেসি। ম্যাচের ৫৬ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়ের হ্যান্ডবলে পেনাল্টি পায় বার্সেলোনা। 

এরপর মেসির পেনাল্টিশট ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন পেদ্রি। সেটিও প্রতিহত হলে বল চলে আসে মেসির পায়ে। এবার জোরালো শটে ভ্যালেন্সিয়ার জাল কাঁপান মেসি।

ওই গোলের ৬ মিনিট পর একই রকম ঘটনায় ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আবার ৬ মিনিট পর ব্যবধান আরও বাড়ায় বার্সা। জোড়া গোল আসে মেসির পা থেকে। ডি-বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে দর্শনীয় এক ফ্রি-কিকে ভ্যালেন্সিয়ার গোল রক্ষকে বোকা বানিয়ে বল জালে প্রবেশ করেন মেসি।

৩-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৮৩ মিনিটের সময় প্রায় ৩৫ গজ দূর থেকে এক শটে বার্সার জালে বল জড়িয়ে দেন ভ্যালেন্সিয়ার কার্লোস সোলার। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। এই গোলে ম্যাচে ফেরার সম্ভাবনায় ভ্যালেন্সিয়ার সমর্থকদের মধ্যে উল্লাস দেখা দিলেও হতাশা নিয়েই ফিরতে হয়। অর্থ্যাৎ, ৩-২ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।

এ জয়ের পর ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৭৪, অবস্থান তৃতীয়। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও হেড টু হেডে এগিয়ে থাকায় দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন

×