প্রকাশিত: 27/03/2021
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ অংশ নিতে ইতোমধ্যে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেছেন সাকিব আল হাসান।
আজ শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রিকেটারদের বিদেশে আসা-যাওয়ার বিষয়গুলোর দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান। তিনি জানান, সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো অনেকটাই নীরবে। আজ ভারতের উদ্দেশে দেশত্যাগ করবেন তা গণমাধ্যমকর্মীরাও জানতেন না। এমনকি আমিও আজ সকালেই জেনেছি। সকাল আটটায় সাকিব ফোন দিয়ে আমাকে বলেন, বিমানবন্দরে চলে আসেন। আমি যাচ্ছি।
বিসিবির পক্ষ থেকে জানান হয়েছে, সাকিবকে দেওয়া অনাপত্তিপত্র বহাল আছে এবং তিনি আইপিএল খেলতে যাবেন। তবে তার এই অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। কারণ ওই সময়ে ঘরের মাঠে শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং ওই সিরিজে খেলবেন এই অলরাউন্ডার।
অর্থাৎ আইপিএল খেলতে ৪৮ দিনের ছুটি পেয়েছেন সাকিব।