উন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলের ১৮ সদস্যের নাম ঘোষণা, দলে তিন নতুন মুখ

প্রকাশিত: 17/01/2021

নিজস্ব প্রতিবেদন :

উন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলের ১৮ সদস্যের নাম ঘোষণা, দলে তিন নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন, তরুণ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম এবং অফস্পিনার মেহেদী হাসান।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ওয়ানডে সিরিজের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিস সিরিজ। সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। আগামী ২০ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের প্রথম  ‍দুই ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা মাঠে আর শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল-হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান। 

আরও পড়ুন

×