প্রকাশিত: 28/02/2021
কোভিড-১৯ এর অযুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির তারকা ক্রিকেটাররা।
অধিনায়ক জেসন হোল্ডার, সাই হোপ, হেটমায়ারদের মতো ক্রিকেটাররা এ সফর থেকে নাম সরিয়ে নেন।
বাংলাদেশ সফর করে শ্রীলংকা সিরিজের জন্য জাতীয় দলের হয়ে ফের মাঠে নামতে ইচ্ছুক জেসন হোল্ডাররা। এদিকে সফরে পূর্ণ শক্তির দলকেই পাঠাতে চায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের দীর্ঘ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আর এ স্কোয়াডে ডাক পেয়েছেন ৪১ পেরিয়ে যাওয়া ক্যারিবীয় তারকা ক্রিকেটার জায়ান্ট ক্রিস গেইল। অথচ সবার ধারণা ছিল জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে লংকা সিরিজ দিয়েই মাঠে ফিরছেন ‘ইউনিভার্স বস’।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে গেইল সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালের শুরুতে। ওই সিরিজে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গেইল।