কিংবদন্তি আর্জেন্টিনার ফুটবলার যাদুকর ম্যারাডোনা আর নেই

প্রকাশিত: 26/11/2020

নিউজ ডেস্ক:

কিংবদন্তি আর্জেন্টিনার ফুটবলার যাদুকর ম্যারাডোনা আর নেই

কিংবদন্তি আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আর নেই। ফুটবল জাদুকর ৬০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (২৫ নভেম্বর) তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকা মারা যাওয়ার সংবাদে শোকে স্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। নিউজ ডেইলি মেইল, আল জাজিরা

এর আগে, ম্যারাডোনা তার ৬০তম জন্মদিন উদযাপনের কয়েক দিন পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে শোনা গিয়েছিল ম্যারাডোনায় হার্ট অ্যাটাক হয়েছিল। পরে শোনা যায় তার শরীরে করোনার প্রভাবও ছিল।

অবশ্য তার তার চিকিৎসক লিপল্ডো লুকি গুজব অস্বীকার করে  বলেছিলেন, ম্যারাডোনার শরীরে করোনার কোনও চিহ্ন নেই। তার হার্ট অ্যাটাকও হয়নি। তার অসুস্থতা এতটা গুরুত্বপূর্ণ নয়। আসলে তিনি কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। ক্লান্তি তাকে গ্রাস করেছে। এটি শরীরেও প্রভাব ফেলে।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে সহায়তা করেছিলেন। তিনি বোকা জুনিয়র্স, নাপোলি এবং বার্সেলোনার হয়েও খেলেছিলেন।


 

আরও পড়ুন

×