অলআউটের লজ্জা থেকে বাঁচল ভারত, ৯ উইকেটে ৩১ রান

প্রকাশিত: 20/12/2020

ক্রীড়া ডেস্ক:

অলআউটের লজ্জা থেকে বাঁচল ভারত, ৯ উইকেটে ৩১ রান

অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারত চরম সঙ্কটে পড়েছে। দলটি ৩১ রানে ৯ উইকেট হারিয়েছে। তবে অল্প রানে অলআউট লজ্জা থেকে রক্ষা পেল বিরাট কোহলির দল।

ব্যাটিং বিপর্যয়ে কোনও ভারতীয় ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছায়নি। মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ ৯ রান করেছিলেন।

ইনিংসের ২২তম ওভারে কামিন্সের বলে বাম হাতে চোট পেয়েছিলেন মোহাম্মদ শামি। সেই ইনজুরি নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। ফলে, ভারত ৯ উইকেটে ৩৬ রান দিয়ে রানে গিয়ে থামে। তবে অল্প রান করলেও তাদের অলআউট হতে হয়নি।

প্যাট কামিন্স অস্ট্রেলিয়ান বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি ৪ উইকেট এবং জোশ হ্যাজলউড নেন ৫ উইকেট।

এর আগে ভারত প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায়। এতে, ভারত প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পেয়েছিল। ৩৬ রানের ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া ৮৬ রানের টার্গেট পেয়েছিল।

আরও পড়ুন

×