আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা । 

প্রকাশিত: 26/10/2019

নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা । 

আজ ব্রাজিলের কোচ তিতে আর্জেন্টিনা বিপক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন । আগামী মাসের ১৫ তারিখে সৌদি আরবের কিং সৌদ স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল । 

আগামী মাসে আন্তর্জাতিক দুইটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল ।যার প্রথমটিই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার বিপক্ষে ১৫ নভেম্বর । আর আরেকটি দক্ষিন আফ্রিকার বিপক্ষে ১৯ নভেম্বর আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে  । 

তবে ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াডে নেই নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রের । ইনজুরির কারণে দলে রাখা হয়নি নেইমার জুনিয়রকে । 

ব্রাজিল স্কোয়াড় 

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: এমারসন (রিয়াল বেটিস) , দানিলো (জুভেন্টাস) , অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ) , থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)।

মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), লুকাস পাকুইতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফ্যাবিনহো (লিভারপুল), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ,রবার্তো ফিরমিনো (লিভারপুল),  এবং উইলিয়ান (চেলসি)।
 

আরও পড়ুন

×