পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো পলিথিন কারখানাকে ।

প্রকাশিত: 28/10/2019

নিজস্ব প্রতিবেদন

পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো পলিথিন কারখানাকে ।

পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো পলিথিন কারখানাকে ।


ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি পলিথিন কারখানাকে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মাতুয়াইল মাছপাড়া এলাকায় এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানকালে ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে বিকে পলি প্যাকেজিংয়ের ম্যানেজার মো. সাব্বির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

হুটার ও হাইড্রলিক হর্নের বিরুদ্ধে অভিযান : 
পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সের অপারেশন কাজ ব্যতীত অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িতে হুটার/বিকন লাইট ও হাইড্রলিক হর্ন ব্যবহারের কোনো সুযোগ নেই। এ নিয়ম ভঙ্গ করে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িতে এ ধরনের জিনিস ব্যবহার করা হয়ে থাকে। এতে রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশসহ সাধারণ জনসাধারণের ভোগান্তির শিকার হতে হয়। অনেক ব্যক্তি তার নিজের গাড়িতে অথবা বহরে চলমান পিকআপ-মাইক্রোবাসে প্রাইভেট সিকিউরিটি ব্যবহার করে থাকেন। এসব কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ২০-২৬ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

×