স্বামী হত্যার ১৮ বছর পর গ্রেফতার দণ্ডিত স্ত্রী

প্রকাশিত: 24/03/2021

নিজস্ব প্রতিবেদন :

স্বামী হত্যার ১৮ বছর পর গ্রেফতার দণ্ডিত স্ত্রী

দীর্ঘ ১৮ বছর ধরে পালিয়ে থাকা স্বামী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী মমতাজ বেগমকে (৪০) গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ।

গতকাল মঙ্গলবার ভোরে রাজবাড়ী থানা পুলিশের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাঝদিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট  রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ঘরজামাই আহম্মদ আলী মোল্লাকে হত্যার দায়ে মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আহম্মদ আলী মোল্লার মৃত্যুর পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে মমতাজ পলাতক ছিলেন।   

অভিযানে নেতৃত্ব দেয়া রাজবাড়ী সদর থানার এসআই হীরণ কুমার বিশ্বাস বলেন, পুলিশের অভিযানে দীর্ঘ ১৮ বছর ধরে পালিয়ে থাকা মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×