করোনাভাইরাস প্রকোপ মোকাবেলায় জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: 11/11/2020

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাস প্রকোপ মোকাবেলায় জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

জামালপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। 

করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর মো: ইবনুল আবেদীন এই অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের ঢাকাইপট্টি, সকাল বাজার, তমালতলাসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি আদেশ অমান্য করায় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ৭ জনকে মোট ১২ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশ নেয়। এছাড়াও জনসাধারণের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

আরও পড়ুন

×