প্রকাশিত: 02/03/2021
শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক কিশোরীকে গণধর্ষণ মামলায় আদালত তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
গতকাল সোমবার বিকালে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলো নড়িয়া উপজেলার আনাখন্ড গ্রামের লিটু ছৈয়াল, একই উপজেলার পাঁচক গ্রামের রাজ্জাক ফকির, একই গ্রামের আবু সরদার ওরফে সালাম সরদার।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ অক্টোবর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার এক কিশোরীকে অপহরণ করে আসামিরা। এরপর অভিযুক্ত লিটুর বাসায় নিয়ে গণধর্ষণ করে ওই কিশোরীকে।
এ ঘটনার পরদিন ভিকটিম নড়িয়া থানায় গিয়ে লিটু ছৈয়াল, রাজ্জাক ফকির, আবু সরদার ওরফে সালাম সরদারকে আসামি করে একটি গণধর্ষণের মামলা দায়ের করে। নড়িয়া থানার পুলিশ তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিরা দোষী সাব্যস্ত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।