কোন পুলিশ সদস্য অবৈধ অর্থ উপার্জনের সহিত জড়িত থাকতে পারবেন না: আইজিপি

প্রকাশিত: 18/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

কোন পুলিশ সদস্য অবৈধ অর্থ উপার্জনের সহিত জড়িত থাকতে পারবেন না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, কোন পুলিশ সদস্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত থাকলে তার স্থান এই সংস্থায় নেই।

মঙ্গলবার ঢাকার রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে ডিএমপির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বেনজির আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। পুলিশ হবে ঘুষ ও দুর্নীতিমুক্ত।’ তিনি পুলিশ সদস্যদের মনোজগৎ পরিবর্তনেরও তাগীদ দেন। বেনজির আহমেদ বলেন, পুলিশকে মানুষের সাথে দায়িত্বশীল আচরণ করতে হবে। তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। তিনি শক্তি প্রয়োগ না করে আইনি সক্ষমতাকে কাজে লাগানোর তাগীদ দেন।

আইজিপি উদাহরণ দিয়ে বলেন, সাধারণ মানুষকে উপকার ও ভাল ব্যবহার করলে তারা তার প্রতিদান দিতে কার্পণ্য করেন না। তার বাস্তব উদাহরণ, করোনাকালে পুলিশের কাজে সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক।

আরও পড়ুন

×