প্রকাশিত: 17/04/2021
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম মাদানীর (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব।