প্রকাশিত: 06/01/2021
এমপি হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বরখাস্ত) ইরফান সেলিমকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুটি মামলায় জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিন দেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ বলেন, "আমরা ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেছি।" অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজ মাদক সংক্রান্ত মামলার অভিযোগে জামিন দিয়েছেন এবং একইভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগে ৩ জানুয়ারি তিনি জামিন পেয়েছেন।
২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে অবৈধ ওয়াকি-টকি ব্যবহার করার অভিযোগে তাদের এক বছর করে কারাদন্ড দেয়া হয়।