সিএমএম আদালত আইনজীবীর আটকের কারণে তালাবন্ধ, বন্ধ বিচারকার্য

প্রকাশিত: 24/12/2020

ডে-নাইট নিউজ:

সিএমএম আদালত আইনজীবীর আটকের কারণে তালাবন্ধ, বন্ধ বিচারকার্য

একজন আইনজীবীকে দুই ঘণ্টার জন্য লকআপে রাখার অভিযোগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রেটকে অপসারণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত থেকে সবাইকে বের করে দেয়ে তালাবদ্ধ করে দেন। তারা ম্যাজিস্ট্রেট অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন।

এগারোটার দিকে কোর্ট চত্ত্বরে প্রতিবাদ চলছিল। বিচারককে অপসারণের দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন আইনজীবীরা।

এতে, সিএমএম আদালতের বিচারকির কার্যক্রম বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রুবেল আহমেদ নামে এক আইনজীবীকে লকআপে রাখার অভিযোগে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে আবেদন করা হয়।
 

আরও পড়ুন

×