পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: রিমান্ড শেষে কারাগারে এসআই আকবর

প্রকাশিত: 17/11/2020

নিজস্ব প্রতিবেদন :

পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা: রিমান্ড শেষে কারাগারে এসআই আকবর

সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর ভূঁইয়াকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আবুল কাশেম এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পিবিআই আকবরকে আদালতে হাজির করে জবানবন্দি বা পুনরায় রিমান্ডের জন্য আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, এসআই আকবরের পক্ষে কোনো আইনজীবি না থাকায় তিনি নিজেই তার পক্ষে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোর রাতে সিলেট নগরীর বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন (১২ অক্টোবর) রায়হান আহমদের স্ত্রী তাহমিনা আক্তার তন্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

আরও পড়ুন

×