প্রকাশিত: 31/10/2019
জামায়াত নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার জন্য জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ আজহারুলের করা আপিল আংশিক ভাবে মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দিয়েছেন।
তিনটি অভিযোগের জন্য (২, ৩ ও ৪ নম্বর) ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বহাল রেখেছেন আপিল বিভাগ। ৬ নম্বর অভিযোগের জন্য ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ডের সাজাও বহাল রাখা হয়েছে। আর ৫ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ডের সাজা থেকে আজহারুলকে খালাস দেওয়া হয়েছেন বলে জানা গেছে ।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন।