টাঙ্গাইলের কিশোরী গণধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে 

প্রকাশিত: 06/11/2019

নিজস্ব প্রতিবেদন

টাঙ্গাইলের কিশোরী গণধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে 

টাঙ্গাইলের কিশোরী গণধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে 

  
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক কিশোরী গণধর্ষণ মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়ছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতে পাঠিয়েছেন পুলিশ।

আসামিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আবুল কালাম আজাদ (২০), একই উপজেলার খারজানা গ্রামের আমিরুল ইসলাম (২০) ও রাজশাহী জেলার খারাগাছী এলাকার মিলন মিয়া (২২)। গতকাল মঙ্গলবার কিশোরীর দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরীকে চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই কিশোরী বাসাইল উপজেলায় নানার বাড়ি বেড়াতে যায়। গত সোমবার সকালে বেড়াতে যাওয়ার সময় তিনজন তাকে একটি মেসে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। আহত অবস্থায় কিশোরীকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

আরও পড়ুন

×