হোলি আর্টিজানে হমলার রায় আজ, একজন কে খালাশ  আর সাত জনের মৃত্যু দন্ড 

প্রকাশিত: 27/11/2019

নিজস্ব প্রতিবেদন

হোলি আর্টিজানে হমলার রায় আজ, একজন কে খালাশ  আর সাত জনের মৃত্যু দন্ড 

হোলি আর্টিজানে হমলার রায় হলো আজ, একজন কে খালাশ  আর সাত জনের মৃত্যু দন্ড 

 

তিন বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় আজ বুধবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করলেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।


ফাঁসির দন্ড পাওয়া সাত আসামি নাম:
১) রাকিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম,  ২) রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম,৩) মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র‍্যাশ,৪) আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ,৫) মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, ৬)  মামুনুর রশিদ রিপন,৭) শরিফুল ইসলাম খালেদ। আর খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলায় আতঙ্কে ছিল পুরো বাংলাদেশ। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়। গত এক বছরে রাষ্ট্রপক্ষ এই মামলায় ১১৩ জন সাক্ষী হাজির করেছে। তাঁদের মধ্যে ছিলেন নিহত পুলিশ সদস্যদের স্বজন, হামলা প্রতিহত করতে গিয়ে আহত পুলিশ, হোলি আর্টিজান বেকারির মালিক ও কর্মী, জিম্মি হয়ে পড়া অতিথি এবং যেসব বাড়িতে আস্তানা গেড়ে নৃশংস এই হামলার প্রস্তুতি নিয়েছিলেন, সেসব বাড়ির মালিকেরা।

জঙ্গিরা হত্যা করেছিলেন ২০ জন দেশি-বিদেশি নাগরিককে; যাঁদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি।
 

আরও পড়ুন

×