প্রকাশিত: 27/11/2019
বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অত্যাচারের কারনে আমল চন্দ্র দাস নামের একজন ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত । একই সাথে তাকে বিশ হাজার টাকা জরিমানা , এবং তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে ।
আজ বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ হাফিজুর রহমান এই রায় ঘোষনা দেন । আসামি হলেন বরগুনার জেলার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের অমল চন্দ্র দাস । আসামির উপস্থিতিতেই রায় ঘোষনা করা হয়েছে ।আসামি অমল চন্দ্র দাস তাঁর স্ত্রী অঞ্জলী রাণী দাসকে যৌতুকের দাবিতে মারধর করেন—এমন অভিযোগে ২০১৩ সালের ৩০ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন অঞ্জলী রাণী।
মামলার বিবরণে জানা গেছে, ওই বছরের ২৩ এপ্রিল সকালে অমল দুই লাখ টাকা যৌতুক দাবি করে তাকে (অঞ্জলী) নির্যাতন করেন। স্বামীর আঘাতে বাদীর ডান চোখে মারাত্মক জখম হয়। রাষ্ট্র পক্ষের পিপি মোস্তাফিজুর রহমান বলেন, বাদীর সাক্ষীরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। আসামি অমল চন্দ্র দাস বলেন, ‘আমার বিরুদ্ধে অঞ্জলী মিথ্যা মামলা করেছে। আমি গরিব মানুষ। উচ্চ আদালতে যাওয়ার সামর্থ্য আমার নেই।