বেনাপোলে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

বেনাপোলে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

বেনাপোলে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেন্সিডিল একটি মটর সাইকেলসহ এ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। সোমবার রাত ও মঙ্গলবার সকালে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য আটককরা হয়।

বিজিবি জানায়, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে দৌলতপুর খালপাড় নামক স্থান থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ মনিরুজ্জামানকে আটক করে।আটক মনিরুজ্জআমান বেনাপোলের বৃত্তিআচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

অপরদিকে সোমবার রাতে পুটখালী ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল পুটখালী বালুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থয় ৬৫ বোতল পুটখালী উত্তর পাড়া আমবাগানের মধ্য হতে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা দৌলতপুর খাল পাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি পরিচালক মোহাম্মদ মনজুর-ই- এলাহী জানান,আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং মোটর সাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 

আরও পড়ুন

×