প্রকাশিত: 11/12/2019
রাজাকার মোঃ আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের ফাঁসির রায় প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই রায় ঘোষণা করেন, বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
মোট ১৭৭ পৃষ্ঠার রায়ে বলা হয়, ১৯৭১ সালে মানবতাবিরোধী আপরাধের সঙ্গে আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের অংশগ্রহণ স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃতুদণ্ড দেওয়া হলো।
অভিযোগ থাকে যে, ৭১ সালে মোঃ আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতান রাজশাহীর বোয়ালিয়ায় সাহেব বাজার ও তালাইমারী এলাকায় হামলা চালিয়ে, সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে স্পাপিত সেনা ক্যাম্পে নিয়ে নির্যাতন করে ১০ জনকে গুলি করে হত্যা করে। ১২/১৩ টি বাড়ির মালামাল লুট করে আগুন লাগিয়ে দেয়।
এইসব অভিযোগের সাথে মোঃ আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতান ছাড়াও আরো ৫ জন জড়িত ছিলেন , কিন্তু তারা কেউ জীতিব না থাকায় তাদের বিরোদ্ধে অভিযোগ আনা হয়নি।