প্রকাশিত: 30/12/2019
আজ সোমবার সকালে থেকে বিকাল পর্যন্ত ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট এলাকায় অবৈধভাবে দখল করা রেলওয়ের জায়গায় থেকে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলের ভ্রাম্যমাণ আদালত ।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ডিভিশনাণ ম্যানেজার এএম সালাহ উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ প্রমুখ ।
রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন জানান, আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলওয়ের ৩৭ একর ভূমি রয়েছে ।
যার মধ্যে ২৪ একর জায়গা স্থানীয়দের দখলে রয়েছে, এসব জায়াগা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে ।
এসময় ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন আরো জানান, অভিযানে ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে । এছাড়া বাকি জায়গাগুলোকে অভিযানের মাধ্যমে দখল মুক্ত করা হবে।