ফুলবাড়ীতে ভোক্তা অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার জরিমানা

ফুলবাড়ীতে ভোক্তা অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার জরিমানা

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার ভোক্তা অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ী ও এক মুদি দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


দুপুর সাড়ে ১২টায় স্টেশন বাজার ও ঢাকা মোড়স্থে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম।


জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে পানি রাখার অভিযোগে ফুলবাড়ী স্টেশন বাজারের ওসমান হোটেলের সত্বাধিকারী মো. ওসমান আলী’কে (৪৮) ৩ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখায় ঢাকা মোড়স্থ জাফরান রেস্টুরেন্টের সত্বাধিকারী গোনজার আলী’কে (৫৫) ৩ হাজার টাকা জরিমানা ও যৌন উত্তেজনা ফ্রুট ড্রিংক্স রাখার অভিযোগে একই স্থানের বুলবুল স্টোরের সত্বাধিকারী মো. বুলবুল’কে (৩৪) ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কম্পিউটার অপারেটর এরশাদ আলী, উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত ও সঙ্গীয় টাস্কফোর্স। 

আরও পড়ুন

×