প্রকাশিত: 14/01/2020
রামুর রাজারকুল ইউনিয়নের পাঞ্জাগানা এলাকার আলোচিত মাদক সম্রাট মোঃ মঞ্জুর আলম প্রকাশ (শিয়াল) (৩৫) কে এলাকায় সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে পুলিশের হাতে তোলে দেন।
আটক কৃত মাদক ব্যবসায়ী পাঞ্জাগানা বাজারের পশ্চিম ঘোনার পাড়া এলাকার মোঃ নবী,র পুত্র ।গত রাত ৮ দিকে পাঞ্জাগানা বাজারের ধানসিঁড়ি হোটেল থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে মঞ্জুর আলম এক জন প্রকৃত মাদক ব্যবসায়ী সেই দীর্ঘ পাঁচ বছর ধরে। মাদক ব্যবসার সাথে জড়িত তার রয়েছে ১ ডজন খানেক মামলা এর মধ্যে হাফ ডজন মাদকের মামলা আর বাকি মামলা হচ্ছে।
নারী নির্যাতন চুরি ও বন মামলা ,দফায় দফায় মাদক সহ বিভিন্ন মামলা নিয়ে জেল কেটেছেন মঞ্জুর, টাকার প্রভাবে বেশিদিন জেল-হাজতে থাকতে হয় না তার।
এলাকাবাসী আরো জানান,অতীতে মুঞ্জুর আলম দিনের বেলায় রিক্সা চালাতো আর রাতের বেলায় কাঠ ছুরি করার জন্য বনে যেতো। অল্প সময়ের মধ্যে কোটি পতি বনে গেছে মঞ্জুর আলম।সেই মাদকের টাকা দিয়ে নিজ এলাকায় নির্মাণ করেছে বিলাস বহুল বাড়ি যা দেখলে চোখ না ফেরার মতো,রয়েছে ২০ টির উপরে সিএনজি ও অটল সম্পদ সেই সবকিছু করেছে মাদকের টাকা নিয়ে এমনটাই দাবি এলাকাবাসীর।
উল্লেখ্য, বিগত দের মাসের মধ্যে মঞ্জুর আলমের ৫ টির উপরে দেশীয় তৈরি চোলাই মদ সহ বহনকারী গাড়ি আটক করেছে প্রশাসন। এর মধ্যে গত শুক্রবার (১০ জানুয়ারী) ভোর সাড়ে ৪ টার দিকে রামু বাইপাস এলাকা থেকে চোলাই মদ নিয়ে জীপ গাড়িসহ ড্রাইভার কে আটক করেছে র্যাব।
ড্রাইবারের স্বীকারোক্তিতে শুক্রবার সান্ধায় মঞ্জুর আলম কে আটক করার জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে ছিল র্যাব, বাড়ির ভিতর দিয়ে বিকল্প রাস্তা থাকার কারণে তাকে আটক করতে সক্ষম হয়নি।
সেই সুত্র ধরে এলাকার সাধারণ জনগণ মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম কে আটকিয়ে রেখে রামু থানা পুলিশ কে খবর দিলে,পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে রামু থানার ওসি আবুল খায়ের মাদক ব্যবসায়ী মঞ্জুর আলমের আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।