প্রকাশিত: 20/01/2020
আজ সোমবার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম দুই দশক আগে রাজধানী ঢাকার পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন । রায়ে ১০ আসামির মৃত্যুদন্ড ও ২ জনকে খালাস দেয়া হয়েছে ।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন দলটির নেতা হিমাংশু মন্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন এছাড়া হামলার পরে চিকিৎসাধীন অবস্থায় নেতা বিপ্রসাদের মৃত্যু হয় । এঘটনায় আহত হন আরও ২০ জন ।
এ হামলার ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন ।
তদন্ত শেষে ২০০৩ সালে ডিসেম্বর মাসে আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় এ মামলায় ফাইনাল রিপোর্টে আসামিদের অব্যাহতি দেয় পুলিশ ।
এরপর ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও ২০০৫ সালের আগস্টে দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়। এসব ঘটনায় জঙ্গিরা জড়িত বলে প্রমাণ পাওয়ার পর ফের এ মামলার তদন্ত শুরু হয়।
তদন্তকালে তিনি আসামি মুফতি মাঈনুদ্দিন শেখকে গ্রেফতার করেন। মাঈনুদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) জড়িত।
এমামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন, জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা মশিউর রহমান, মাওলানা সাব্বির আহমেদ, আবদুল হাই, জাহাঙ্গীর আলম বদর, নুরুল ইসলাম, শওকত ওসমান, আরিফ হাসান সুমন, শফিকুর রহমান, আনিসুল মুরসালিন, মহিবুল মুস্তাকিম ও রফিকুল ইসলাম।