ফুলবাড়ীতে নৈশ্য প্রহরী হত্যা ঘটনায় পুকুর ম্যানেজার রিমান্ডে

ফুলবাড়ীতে নৈশ্য প্রহরী হত্যা ঘটনায় পুকুর ম্যানেজার রিমান্ডে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের নেলুয়া পুকুরের নৈশ্যপ্রহরী বাদশা মিয়াকে (৪৮) হত্যাকাÐ ঘটনায় ওই পুকুরের ম্যানেজার মাহফিজার রহমান রানাকে (৩৮) দুইদিনেররিমান্ডে নিয়েছে থানা পুলিশ।
 গত শনিবার (৮ ফেব্রæয়ারি) দুই দিনের রিমান্ড মঞ্জর করেন বিজ্ঞ আদালত।
মাহফিজার রহমান রানা উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের কুইনন্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং তামিম এগ্রোফার্মের ম্যানেজার।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গত ২২ জানুয়ারি বুধবার দিবাগত রাতে পুকুরের নৈশ্য প্রহরী বাদশা মিয়া হত্যাকান্ড ঘটনায় ওই পুকুরের ম্যানেজার মাহফিজার রহমান রানাকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার (৮ ফেব্রæয়ারি) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। দুইদিনের রিমান্ড শেষে গতকাল সোমবার মাহফিজার রহমান রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমা্েড মাহফিজার রহমান রানা ওই হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। 

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বুধবার দিবাগত রাতে ওই পুকুরের নৈশ্যপ্রহরী বাদশা মিয়াকে (৪৮) মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাদশা মিয়া উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের আরজিপুর শাহপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। 

আরও পড়ুন

×