বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন ১৮ মার্চ

প্রকাশিত: 17/02/2020

নিজস্ব প্রতিবেদন :

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন ১৮ মার্চ

বুয়েট মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ মামলার বাদী আবরারের বাবা আদালতে হাজির হয়ে বলেন, এ মামলা দ্রুত বিচারে নেওয়ার জন্য আবেদন করব। তাই সময় দেওয়া হোক।

পরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন ।

উল্লেখ্য. নিহত আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট-এর কয়েকজন নেতাকর্মী।

এরপর রাত ৩ টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ওই ঘটনায় আবরার ফাহাদের বাবা বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

আরও পড়ুন

×