গত ১০ বছরেও জবাব মেলেনি পিলখানা হত্যাকান্ড কম্পর্কিত অনেক প্রশ্নের

প্রকাশিত: 25/02/2020

নিজস্ব প্রতিবেদন :

গত ১০ বছরেও জবাব মেলেনি পিলখানা হত্যাকান্ড কম্পর্কিত অনেক প্রশ্নের

আজ কলস্কময় পিলখানা হত্যাকান্ডের ১১ বছর । ২০০৯ সালের এই দিনে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে শুরু হয় বিডিয়ার বিদ্রোহ। এ বিদ্রোহে ৫৭ ‍জন সেনা কর্মকর্তাসহ ওই বাহিনীর ৭৪ জন সদস্য নিহত হয়।

নৃশংস এ হত্যাকান্ড সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব মেলেনি তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

ফেসবুক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকাণ্ড।

শহীদ হন বাংলাদেশের ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসার। বাংলাদেশকে দুর্বল, খর্বিত ও আত্মবিশ্বাসহীন করার প্রথম ধাপ ছিল এ হত্যাকাণ্ড। দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও জবাব মেলেনি এ হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক প্রশ্নের।

আরও পড়ুন

×