করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের খেলা বন্ধের নির্দেশ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রকাশিত: 16/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের খেলা বন্ধের নির্দেশ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আজ সোমবার ১৬ মার্চ বিকেলে সচিবালয়ে সভাকক্ষে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ৩১ মার্চ পর্যন্ত দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রীড়া আসর বন্ধের নির্দেশ দেন।

এছাড়া এই সময়ের মধ্যে কোন ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করারও ওপরও নিষেধাজ্ঞা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আরো বলেন, আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন ৩১ মার্চ পর্যন্ত খেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×