করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট বন্ধ : পাপন

প্রকাশিত: 19/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট বন্ধ : পাপন

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবধরণের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ ‍বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন।

গত কয়েকদিন আগে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগের খেলা বন্ধ করে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার সবধরণের ক্রিকেট বন্ধের ঘোষনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন বলেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। তাই অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট বন্ধ থাকছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরও। শুধু তাই নয়, আগামী মে মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজও স্থগিত করার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

আরও পড়ুন

×