ফুলবাড়ীতে মরা গরু জবাই করার চেষ্টায় ১০ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীতে মরা গরু জবাই করার চেষ্টায় ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ফুলবাড়ীতে মরা গরু জবাই করার চেষ্টার অপরাধে গত রবিবার (২২ মার্চ) বিকেল পাঁচটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুর রাজ্জাক নামের এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আব্দুর রাজ্জাক পৌর এলাকার চাঁদপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। 
    স্যানেটারী ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত জানান, গত শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টায় ফুলবাড়ীস্থ পার্বতীপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন যমুনা নদীর পূর্বপ্রান্তের কসাইখানায় একটি মরা গরু জবাই করার চেষ্টা করার সময় তিনি (স্যানেটারী ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত) পৌর সভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরীকে সাথে নিয়ে ওই কসাইকে আটক করেন। এ সময় মরা গরুটি জব্দ করে মাটিতে পুঁতে দেওয়া হয়। গত রবিবার মাংস বিক্রেতা আব্দুর রাজ্জাককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুস সালাম চৌধুরীর আদালতে সোপর্দ  করা হয়। বিজ্ঞ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় দোষি সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমান করেন। পরে আব্দুর রাজ্জাক জরিমানার অর্থ পরিশোধ করে মুক্ত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 

আরও পড়ুন

×