প্রকাশিত: 01/06/2020
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এর প্রতিক্রিয়ায় তামিম বলেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি-র জাতীয় গুডউইল অ্যামবাসাডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এ সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে তামিম দেশব্যাপী ৬৪টি জেলায় স্কুলে খাদ্যপ্রদান, পুষ্টি ও জীবিকার পাশাপাশি কক্সবাজারে শরণার্থীদের নিয়ে বাংলাদেশে ডব্লিউএফপি-র বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে।
ডব্লিউএফপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে প্রিয় তামিম একজন সফল ক্রিকেটার। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।’ ইউএনবি