পুরোপুরি ঠিক আছেন লিওনাল মেসি : বার্সা কোচ সেতিয়েন

প্রকাশিত: 08/06/2020

নিজস্ব প্রতিবেদন :

পুরোপুরি ঠিক আছেন লিওনাল মেসি : বার্সা কোচ সেতিয়েন

অনুশীলনে ইনজুরিতে পড়েন লিওনাল মেসি। সংবাদ মাধ্যমে অবশ্য খবর বের হয়, মেসির হাড়ে সামান্য চিড় ধরা পড়েছে। তার তাই করোনার মধ্যে পুনরায় শুরু হতে যাওয়া লিগের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তবে বার্সা কোচ কিকে সেতিয়েন উড়িয়ে দিলেন সেই শঙ্কা। তার মতে, বার্সার সেরা ফুটবল তারকা পুরোপুরিই ঠিক আছেন।

সেতিয়েন বলেন, শুধু মেসি নয় অন্য আরও কিছু ফুটবলার দলীয় অনুশীলন করেনি। কারণ তাদের ছোট ছোট ইনজুরি আছে। অনেক খেলোয়াড়ই এই সমস্যায় ভুগছেন।

মেসির মাসেল ক্রাম্প করেছিল। কিন্তু সেটা বড় কোন সমস্যা নয়। সে পুরোপুরিই ঠিক আছে বলে মনে হচ্ছে। তার কোন সমস্যা নেই।

চলতি মৌসুমের মাঝপথে বার্সার কোচ হওয়া সেতিয়েনের মতে, বার্সার সামনে এখনও অনেক ম্যাচ বাকি এবং সেটা ছোট একটা দল নিয়েই পার করতে হবে। মেসিকে তাই আরও বেশি দলে প্রয়োজন বলে উল্লেখ করেন সাবেক রিয়াল বেটিস কোচ।

সেতিয়েনের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। লিগে তারা শীর্ষে আছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে তাদের পরেই। এখনও মৌসুমে বাকি ১১ ম্যাচ। অল্প বিরতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×