ভার্চুয়াল আদালত, ২৫ দিনে ৩৯ হাজার ২০২ জনের জামিন

প্রকাশিত: 20/06/2020

নিজস্ব প্রতিবেদন :

ভার্চুয়াল আদালত, ২৫ দিনে ৩৯ হাজার ২০২ জনের জামিন

ভার্চুয়াল আদালতে আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৩৯ হাজার ২০২ জন জামিনে মুক্তি পেয়েছেন।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো: সাইফুর রহমান বলেন, ১১ মে থেকে ২৫ কার্যদিবসের মধ্যে ৭৩ হাজার ১১৬ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে স্থগিত থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির মধ্যে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

হাইকোর্ট গত ১০ মে জরুরি মামলার ভার্চুয়াল শুনানির জন্য তিনটি বেঞ্চ গঠন করে এবং অধীনস্থ আদালতগুলোকে জরুরি জামিন সম্পর্কিত মামলাগুলো শুনানির জন্য নির্দেশনা দেয়।

আরও পড়ুন

×