উত্তরায় ব্যবসায়ী হত্যাকান্ডে মা-মেয়ে গ্রেফতার

প্রকাশিত: 20/06/2020

মোঃ রফিকুল ইসলাম

উত্তরায় ব্যবসায়ী হত্যাকান্ডে মা-মেয়ে গ্রেফতার

রাজধানীর দক্ষিণ খান থানার মোলল্লারটেক এলাকার ব্যবসায়ী হেলাল উদ্দিনের(২৬) খন্ডিত লাশ উদ্বারের ঘটনার দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশ ডিবি । আজ শনিবার (২০জুন)রাজধানীর উত্তরার আবদুল্লাপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয় । গ্রেফতারকৃতরা হলেন ,নিহত হেলালের বন্ধু চালস রুপম সরকারের স্ত্রী  শাহীনা আক্তার  ওরফে মনি সরকার (২৪) রুপমের শাশুড়ি রাশিদা আক্তার (৪৮)গ্রেফতারকৃত দুই নারী মা- মেয়ে । গত রোববার দক্ষিণ খান  থানার ব্যবসায়ী হেলালকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ খন্ডিত করা হয় । পরে দক্ষিণ খান থানার পুলিশ সহ গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ  মামলাটি তদন্ত শুরু করে । গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানান, নগদ অর্থ  হাতিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ী হেলালকে হত্যা করে ।তবে হত্যার মুল হোতা রুপম বর্তমানে  পলাতক রয়েছে । তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে । ঢাকা মহানগর পুলিশের উত্তরের উপ –পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান আজ  এ তথ্য দিয়েছেন ।তিনি  আরও জানান, গত( ১৫ জুন)হেলালের খন্ডিত দেহ রুপম বস্তায় ভরে রিকসায় নিয়ে যাচ্ছেন এমন ভিডিও ফুটেজ গোয়েন্দের হাতে রয়েছে । সেই ভিডিও ফুটেজ থেকে রুপমের স্ত্রী ও শাশুরীকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন

×