প্রকাশিত: 27/06/2020
৮২ বছর বয়সী আর্জেন্টিনার সাবেক কোচ কার্লোস বিলার্দোর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর অধীনে ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল ডিয়েগো ম্যারাডোনাদের আর্জেন্টিনা।
সংবাদ সংস্থা খবরটি নিশ্চিত করেছে বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র। করোনা ভাইরাসের কোনো লক্ষণ প্রকাশ পায়নি বিলার্দোর শরীরে।
বিলার্দো পরীক্ষা এবং ফলাফল পজিটিভ , যদিও কোনো লক্ষন প্রকাশ পায়নি তার শরীরে। তবে আর্জেন্টাইন ফুটবলে বিলার্দোকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ জয়ের জন্য।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সাবেক এ কোচ ২০০৪ সালে সর্বশেষ এস্তুদিয়ান্তেসের দায়িত্বে ছিলেন। বিলার্দোর সমর্থনে টুইট করেছে এস্তুদিয়ান্তেস। ২০১৮ সাল থেকে বুয়েন্স এইরসের এক নার্সিং হোমে বসবাস করছেন তিনি।