সাহেদকে নিয়ে উত্তরায় ১১ সেক্টরে অভিযানে র‌্যাব

প্রকাশিত: 15/07/2020

নিজস্ব প্রতিবেদন :

সাহেদকে নিয়ে উত্তরায় ১১ সেক্টরে অভিযানে র‌্যাব

গ্রেফতারকৃত প্রতারক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব।

বুধবার সকালে ১২ টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির ৪(এ) নম্বর ফ্ল্যাটে র‍্যাবের অভিযান শুরু হয়।

এর আগে আজ বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈথ অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।তারপর সকালে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয় এবং র‍্যাব সদর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার এই ভবনে অভিযান চালানো হচ্ছে বলে র‍্যাব সূত্রে জানা যায়।

উল্লেখ্য, সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করা এবং ভুয়া সনদ দেয়ার অভিযোগ ৬ জুলাই র‌্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়।

অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।

পর দিন উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করে।

আসামিরা হলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ, রিজেন্ট হাসপাতালের কর্মী তরিকুল ইসলাম, আবদুর রশিদ খান জুয়েল, মো. শিমুল পারভেজ, দীপায়ন বসু, আইটি কর্মকর্তা মাহবুব, সৈকত, পলাশ, প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব ১. হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব, ২. হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, অভ্যর্থনাকারী কামরুল ইসলাম, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক মো. রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, রিজেন্ট গ্রুপের গাড়িচালক আবদুস সালাম ও নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ খান।

আরও পড়ুন

×