শনিবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

প্রকাশিত: 22/07/2020

নিজস্ব প্রতিবেদন :

শনিবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

পেটের পীড়ায় ভুগছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।অসুখটা বেশ কিছুদিন ধরেই। দেশের অভিজ্ঞ ডাক্তারদের দেখিয়েও আসল সমস্যাটা ঠিক বোঝা যাচ্ছে না। তাই উন্নত চিকিৎসার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন তিনি।

তামিম জানান, মাস তিনেক আগে হুট করে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করি। প্রায় ১২ ঘণ্টা ছিল সেই ব্যথা। ভেবেছিলাম হয়তো ফুড পয়জনিং টাইপ কিছু।

কিন্তু কিছুদিন পর আবার ব্যথা। গত তিন সপ্তাহে তিনবার এরকম ভয়ঙ্কর ব্যথা হয়েছে পেটে। এতটাই যে ঠিকমত শুয়ে-বসেও থাকতে পারি না।

তামিম ইকবাল আরও জানান, দেশে প্যাথলজিক্যাল টেস্ট করিয়েও কোথায় সমস্যা সেটি ধরা পড়েনি। এজন্যই লন্ডন যাওয়া।

এদিকে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে কথা বলে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তামিম। লন্ডনে যেতে এখন শুধু তার কোভিড-১৯ নেগেটিভ ছাড়পত্র লাগবে। সেটি পেলেই শনিবার ঢাকা ছাড়বেন তামিম।

আরও পড়ুন

×