মেজর সিনহা হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার

প্রকাশিত: 11/08/2020

নিজস্ব প্রতিবেদন :

মেজর সিনহা হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃত তিন জন হলেন, নুরুল আমিন, নিজাম উদ্দিন, মোহাম্মদ আয়াদ। তারা টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুই মামলার সাক্ষী।

আজ মঙ্গলবার র‌্যাব-১৫ সদস্যরা তাদেরকে আটক করে। র‌্যাব হেফাজতে নেয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে সিনহা হত্যায় সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার দেখানো হয়।

এরপর বিকাল ৪টার দিকে তাদেরকে কক্সবাজার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।তাদের রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফে মেজর (অব.) সিনহা নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়। একটি মামলা হয় টেকনাফ থানায়।

এই মামলায় সরকারি কাজে বাধা ও গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয়। সেই মামলার আসামি করা হয় সিফাতকে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় দায়ের করা মাদক মামলায় আসামি করা হয় শিপ্রা দেবনাথকে।

আরও পড়ুন

×