রিজেন্টের এমডি মিজানুর রহমানসহ সাতজনের ২ দিনের রিমান্ড

প্রকাশিত: 16/08/2020

নিজস্ব প্রতিবেদন :

রিজেন্টের এমডি মিজানুর রহমানসহ সাতজনের ২ দিনের রিমান্ড

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ ৭ জনের দুই দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদলত এই রিমান্ডের আদেশ দেন।

মামলার আসামিরা হলেন,  হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিকেল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫), আব্দুর রশীদ খান জুয়েল (২৮), অ্যাডমিন আহসান হাবীব (৪৫) এবং মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের অভিযানে বেরিয়ে আসে করোনা নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদান করে চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

এরপর এসব অনিয়মের ভিত্তিতে অভিযানের পরদিন ৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন র‌্যাব।

আরও পড়ুন

×