ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: 19/08/2020

নিজস্ব প্রতিবেদন :

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

চট্রগ্রামের আদালতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগ করা হয়েছে। আজ বুধবার চট্রগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেক মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন সাংবাদিক বিপ্লব দে।

মামলার বাদীর আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ঢাকার ভাসানী পরিষদের এক সভায় মামায়ন ও মহাভারতে সম্পর্কে যে মন্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী করেছেন, তাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে।

আইনজীবী মিঠুন বিশ্বাস আর বলেন, দণ্ডবিধির ২৯৫ (ক) ও ৫০০ ধারায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা সময় জারির আবেদন করেছি। আদালত অভিযোগটি গ্রহণ করে বিকেলে আদেশের জন্য রেখেছেন।

আরও পড়ুন

×